করাচিতে চলমান পাকিস্তান-শ্রীলংকা টেস্টের মোড় ঘুরিয়ে দিয়েছে স্বাগতিক ব্যাটসম্যানরা। ৮০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা পাকিস্তান রীতিমতো রানের বন্যা বইয়ে দিয়েছে শ্রীলংকার বিপক্ষে। ম্যাচ জয়ের স্বপ্নে বিভোর লংকানরা উল্টো এখন ম্যাচ হারের শংকায়।
পাকিস্তানের হয়ে দ্বিতীয় ইনিংসের উদ্বোধনীতে আবিদ আলী ও শান মাসুদ পাকিস্তানের হয়ে রেকর্ড দ্বিতীয় সর্বোচ্চ ২৭৮ রানের জুটি গড়েন। আগের টেস্টে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করা আবিদ আলী করাচিতে ১৭৪ রান করে এলিট ক্লাবে নিজের নাম লেখান। পাকিস্তানের হয়ে প্রথম আর বিশ্বের নবম ব্যাটসম্যান হিসেবে অভিষেকের পর দুই টেস্টে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেন তিনি। এর আগে শান মাসুদ ফেরেন ১৩৫ রান করে।
তিন নম্বর পজিনে ব্যাটিংয়ে নামা আজহার আলী তৃতীয় উইকেট জুটিতে বাবর আজমের সঙ্গে গড়েন ১৪৮ রানের জুটি। এই জুটিতেই ক্যারিয়ারের ১৬তম সেঞ্চুরি পূরণ করেন পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক আজহার আলী।
এ ইনিংসে পাকিস্তানের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে করাচি টেস্টে সেঞ্চুরি তুলে নিয়েছেন বাবর আজম। তিনি সেঞ্চুরি করার পরই ৩ উইকেটে ৫৫৫ রান নিয়ে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। লংকানদের সামনে ম্যাচ জিততে লক্ষ্য দাঁড়ায় ৪৭৬ রান।
বড় টার্গেট তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সফরকারী শ্রীলংকা ক্রিকেট দল। চতুর্থ দিনের খেলা শেষে লংকানদের সংগ্রহ ৭ উইকেটে ২১২ রান। সেঞ্চুরিয়ান ওশানে ফার্নান্ডো শেষ ভরসা হিসেবে ক্রিজে আছেন।
আজকের বাজার/আরিফ