পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির শেয়ার রেকর্ড ডেটের আগে স্পট মার্কেটে লেনদেন হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- জেনারেশন নেক্সট, হা-ওয়েল টেক্সটাইল, আইসিবি, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড লিমিটেড।
কোম্পানিগুলোর শেয়ার আগামী ২২ নভেম্বর বুধবার থেকে চালু হয়ে ২৩ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত চলবে। সূত্র জানায়, কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী রোববার (২৬ নভেম্বর)।
রেকর্ড ডেটের দিন কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এর অংশ হিসেবেই স্পট মার্কেটে কোম্পানিটির শেয়ার লেনদেন হবে।
আজকের বাজার: সালি / ২১ নভেম্বর ২০১৭