বোনাস লভ্যাংশ পরবর্তী মূল্য সমন্বয়ে দর বেড়েছে আর.এন স্পিনিং মিলস লিমিটেডের শেয়ারে। বৃহস্পতিবার শেয়ারটির দর আগের দিনের চেয়ে প্রায় ৪ শতাংশ বেড়েছে। যদিও সাধারণ হিসেবে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আর.এন স্পিনিং ছিল সবচেয়ে বেশি দর হারানো কোম্পানি। ডিএসইতে এদিন শেয়ারটির দর ৩ টাকা ৮০ পয়সা বা ১৩ দশমিক ১ শতাংশ কমেছে। তবে বোনাস লভ্যাংশ পরবর্তী মূল্য সমন্বয় হিসেব করলে কোম্পানির শেয়ার দরের উল্টো চিত্র পাওয়া যায়।
বস্ত্র খাতের কোম্পানি আর.এন স্পিনিং সর্বশেষ হিসাব বছরের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে, যার পুরোটাই বোনাস। আজ ছিল কোম্পানির রেকর্ড তারিখ পরবর্তী লেনদেন। রেকর্ড তারিখের আগে এই শেয়ারের ক্লোজিং মূল্য ছিল ২৯ টাকা ২০ পয়সা। ২০ শতংশ বোনাস লভ্যাংশের কারণে সমন্বয় পরবর্তী মূল্য দাঁড়ায় ২৪ টাকা ৩০ পয়সা। এর বিপরীতে বৃহস্পতিবার ডিএসইতে শেয়ারটির ক্লোজিং মূল্য ছিল ২৫ টাকা ৩০ পয়সা। এ হিসেবে শেয়ারটির দাম ১ টাকা বা প্রায় ৪ শতাংশ বেড়েছে।