রেকর্ড ডেট বাতিল: লেনদেন চলবে আইএফআইসি ব্যাংকের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইএফআইসি ব্যাংকের রাইট শেয়ার ইস্যু নিয়ে হাইকোর্ট স্থগিতাদেশ দেওয়ার কারণে কোম্পানির রেকর্ড ডেট বাতিল করা হয়েছে। এজন্য আজ কোম্পানিটির শেয়ারের লেনদেন চালু থাকবে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

গতকাল মঙ্গলবার হাইকোর্ট কোম্পানিটির রাইট ইস্যুর বিষয়ে স্থগিত আদেশ জারি করে। যেখানে আগামী ৩ মাস এ স্থগিতাদেশ বলবৎ থাকবে বলে উল্লেখ করা হয়।

এর আগে গত ১৫ মার্চ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দেয়। ব্যাংকটি ১টি শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ছাড়তে পারবে।

কোম্পানির তথ্য অনুযায়ী, প্রতিটি রাইট শেয়ারের অভিহিত মূল্য হবে ১০ টাকা।

আইএফআইসি ব্যাংকের রাইট শেয়ারের জন্য আবেদন গ্রহণ শুরু হওয়ার কথা ছিল আগামী ৩১ মে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয় আজ বুধবার।