বিশ্বকাপের এক আসরে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের মালিক হলেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। এতদিন ৫৪৮ রান নিয়ে শ্রীলংকার মাহেলা জয়া বর্ধনের সঙ্গে যৌথভাবে এ তালিকার শীর্ষে ছিলেন উইলিয়ামসন।
তবে চলতি বিশ্বকাপের ফাইনালে ৩০ রান করে এককভাবে তালিকার শীর্ষ স্থানটি নিজের করে নিলেন এ তারকা ব্যাটসম্যান। বিশ্বকাপে এক আসরে অধিনায়ক হিসেবে এখন ১০ ম্যাচে ৯ ইনিংসে উইলিয়ামসনের রান সংখ্যা ৫৭৮। তবে জয়াবর্ধন খেলেছেন ১১ ইনিংস।
বর্ণাঢ্য ক্যারিয়ারে ইতোমধ্যেই অনেক রেকর্ডের মালিক বনে গেছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। আইসসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ আসরের ফাইনালে গতকাল লর্ডসে নিজ ক্যারিয়ারে আরেকটি পালক সংযোজন করলেন কিউই অধিনায়ক। চলতি বিশ্বকাপে দারুণ নৈপুণ্য দিয়ে বলতে গেলে এককভাবেই দলকে ফাইনালে টেনে তুলেছেন তিনি।
বিশ্বকাপের এক আসরে পাঁচশ’র বেশি রান করা চার অধিনায়কের একজন উইলিয়ামসন। এছাড়া এক বিশ্বকাপে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা দ্বিতীয় খেলোয়াড়ও তিনি। ২০০৩ আসরে তিন সেঞ্চুরি করে এ তালিকার শীর্ষে আছে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। উইলিয়ামসনের সেঞ্চুরি দুইটি।
সতীর্থ রস টেইলরের পর এক আসরে পাঁচশ’র বেশি রান করা নিউজিল্যান্ডের দ্বিতীয় খেলোয়াড়ও উইলিয়ামসন
আজকের বাজার/লুৎফর রহমান