টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ৪১৮ রান চেজ করে জয়ের রেকর্ড উইন্ডিজর। তারপর অস্ট্রেলিয়া (৪০৪) এবং ভারতের (৪০৩) অবস্থান।
বাংলাদেশ যদি আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট জিততে পারে, তবে সেটা হবে ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ রান চেজ করে জয়! কারণ জয়ের জন্য বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়িয়েছে ৩৯৮ রান। চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২১৫ রান তাড়া করার রেকর্ড আছে বাংলাদেশের। তাছাড়া চট্টগ্রামে বাংলাদেশ চতুর্থ ইনিংসে কখনোই রান তাড়া করে জিততে পারেনি।
আজ ম্যাচের চতুর্থ দিন বৃষ্টির কারণে পৌনে তিন ঘণ্টা পর খেলা শুরু হয়। এর কিছু সময়ের মাঝেই শেষ দুই ব্যাটসম্যান ইয়ামিন আহমেদজাই (৯) এবং জহির খান (০) ফিরলে ২৬০ রানে অল-আউট হয় আফগানিস্তান। আফসার জাজাই অপরাজিত থাকেন ৪৮ রানে। এর আগে আফগানদের ৩৪২ রানের জবাবে ২০৫ রানেই অল-আউট হয়ে যায় বাংলাদেশ।
আজকের বাজার/লুৎফর রহমান