নতুন রেকর্ড গড়ে ভার্চুয়াল মুদ্রার ইতিহাসে প্রতি কয়েনের দাম ছয় হাজার ডলারের মাইলফলক ছুঁয়েছে বিটকয়েন।
ফরচুন ম্যাগাজিন সূত্রে জানা গেছে, ২০ অক্টোবর শুক্রবার সকালে হংকং ভিত্তিক ভার্চুয়াল কারেন্সি বিনিময় ও মজুদকারী প্রতিষ্ঠান বিটফিনেক্সে এ রেকর্ড মূল্যে পৌঁছায় বিটকয়েন।
এর পরপরই ২৪ ঘন্টার মধ্যে সর্বোচ্চ সাত শতাংশ মূল্য বৃদ্ধি পেয়ে ছয় হাজার ডলারের মাইলফলক ছাড়িয়ে যায়। সে সময় প্রতিটি বিটকয়েন ছয় হাজার ৬০ ডলার মূল্যে লেনদেন হচ্ছিল।
এ হারে বিটকয়েনের মোট বাজার মূল্য দাড়ায় দশ হাজার কোটি ডলারেরও বেশি যা ছাড়িয়ে যায় শীর্ষ মার্কিন আর্থিক প্রতিষ্ঠান গোল্ড ম্যান স্যাকসকে।
এর আগে বিট কয়েনকে ‘ক্যাসিনোর চেয়ে খারাপ’ বলে মন্তব্য করেন রাশিয়ার অর্থনৈতিক বিষয়ক কর্মকর্তারা। এর দুদিনের মধ্যেই চড়তে শুরু করে বিটকয়েনের মূল্য।
গত বুধবার বিটকয়েনের মূল্য কমে গিয়ে প্রতিটি ৫ হাজার ১শ ৭৪ ডলারে লেনদেন হয়। তারপরই ঘুরে দাড়াতে শুরু করে বিটকয়েন। প্রায় ১৬-২৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায় এর মূল্য।
অথচ চলতি সপ্তাহে বিটকয়েন ব্যর্থ হবে বলে মন্তব্য করেছিলেন মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান বেন বেরনানকে। অন্যদিকে বিটকয়েনের সমালোচনা করেন মার্কিন ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান জে. পি মর্গানের প্রধান নির্বাহী জেমি ডিমন।
ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রোটকলের মাধ্যমে লেনদেন হওয়া সাংকেতিক মুদ্রা বিটকয়েন লেনদেনের জন্য কোন ধরনের অর্থনৈতিক প্রতিষ্ঠান, নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠান বা নিকাশ ঘরের প্রয়োজন হয় না। ২০০৮ সালে জাপানের সাতোশি নাকামোতো এ মুদ্রা ব্যবস্থার প্রচলন করেন।
বিটকয়েনের লেনদেন সম্পন্ন করতে কোন আর্থিক প্রতিষ্ঠানের প্রয়োজন হয় না এবং এর লেনদেনের গতিবিধিও অনুসরণ করা যায় না। তবে ক্রমান্বয়ে জনপ্রিয় হয়ে ওঠা বিটকয়েনের ব্যবহার বৈধ পণ্য লেনদেন ছাড়াও মাদক চোরাচালান এবং অর্থপাচার কাজেও আশঙ্কাজনক ভাবে বৃদ্ধি পেয়েছে।
ডিজিটাল কারেন্সি হিসেবে জনপ্রিয়তা পেলেও বিভিন্ন আন্তর্জাতিক মুদ্রার বিপরীতে এর দর মারাত্মক ওঠানামা, দুষ্প্রাপ্যতা এবং ব্যবসায় সীমিত ব্যবহারের কারণে অনেকেই বিটকয়েনের সমালোচনা করেন।
সম্প্রতি কানাডার ভ্যানক্যুভার শহরে বিটকয়েন এর প্রথম এটিএম মেশিন চালু করা হয়েছে । ধারণা করা হচ্ছে মুদ্রা হিসেবে প্রতিষ্ঠিত করতে এটি বিটকয়েনকে আরও এগিয়ে নিয়ে যাবে।
তবে মাদক, চোরাচালান অবৈধ অস্ত্র ব্যবসা ও অন্যান্য বেআইনি ব্যবহার ঠেকানোর জন্য বিটকয়েনের গ্রাহকদের নিবন্ধনের আওতায় আনার চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র ও কানাডীয় সরকার।
আজকের বাজার : এমএম / ২২ অক্টোবর ২০১৭