‘রেফারিকে চাপ দিয়েছিলেন মেসি’

মৌসুমের শেষ এল ক্লাসিকোতে কি ছিল না। দুর্দান্ত গোল, অসাধারণ পাসিং, স্পোর্টসম্যানশিপ, হলুদ কার্ড, লাল কার্ড পাশাপাশি দু’দলের খেলোয়াড়দের মারামারি। উত্তেজনা ছড়ানো ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলে এগিয়ে থেকেই শেষ পর্যন্ত ২-২ গোল ড্র করে মাঠ ছাড়ে বার্সেলোনা।

শেষ এল ক্লাসিকো শেষ হবার পরও থামছে না কথার লড়াই। একে অপরের উপর দোষ চাপাচ্ছেন। তবে রামোস যা বললেন টা রীতিমত গুরুতর অভিযোগ। রিয়াল অধিনায়কের দাবি ম্যাচ শুরুর আগে রেফারির উপর চাপ প্রয়োগ করেছেন মেসি।

ম্যাচ শেষে রামোস বলেন, ‘ম্যাচ শুরুর আগে মেসি টানেলে রেফারির ওপর চাপ প্রয়োগ করেছে। সেখানে ক্যামেরা ছিল কি না আমি জানি না! তবে মেসির চাপের মুখেই দ্বিতীয়ার্ধে রেফারি বাজে সিদ্ধান্তগুলো দিয়েছেন কি না, সেটাও আমি বলতে পারব না।’

তবে ম্যাচ নিয়ে এখন আর ভাবতে রাজি নন রামোস। তিনি বলেন, ‘এগুলো সবই মাঠের ব্যাপার। আমি তা মাঠেই রেখে আসতে চাই। আর রেফারির সিদ্ধান্ত কে সম্মান জানাই।’

আজকের বাজার/আর আই এস