রেফারির পক্ষপাতমূলক আচরণের শিকার বাংলাদেশের মেয়েরা

ক্রিকেটে নেপালের মেয়েদের উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। একই দিনে কাবাডির মেয়েরাও দিতে পারতেন সুখবর; কিন্তু শেষ দিকে মালেকারা রেফারির পক্ষপাতমূলক সিদ্ধান্তে এসএ গেমস কাবাডির প্রথম ম্যাচে হেরে গেছে নেপালের কাছে।

আজ (বুধবার) সকালে কাঠমান্ডুতে বাংলাদেশকে নেপাল হারিয়েছে ৩৬-২৫ পয়েন্টে। প্রথমার্ধে নেপাল এগিয়েছিল ১৩-৭ পয়েন্টে।

ম্যাচের শেষ দিকে তুমুল প্রতিদ্বন্দ্বীতা হয়েছিল। বাংলাদেশের সেরা রাইডার শ্রাবনী পরপর দুইবার ৩ ও ২ পয়েন্ট নিয়ে আসলে এক পর্যায়ে বাংলাদেশ এগিয়ে যায় ২২-২১ পয়েন্টে।

এরপর থেকেই রেফারির পক্ষপাতমূলক আচরণের শিকার হন বাংলাদেশের মেয়েরা। নেপালের ঘরে যায় চারটি টেকনিক্যাল পয়েন্ট। মনোবল হারিয়ে বাংলাদেশের মেয়েরা শেষ পর্যন্ত ম্যাচটাও হেরে যায়। শেষ দিকে মালেকা-শ্রাবনীদের দমেও ঘাটতি দেখা যায়।

আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ১০টায় বাংলাদেশের মেয়েরা দ্বিতীয় ম্যাচ খেলবে ভারতের বিরুদ্ধে। খেলা হবে কাঠমান্ডুর হালচুক আর্মড পুলিশ ফোর্স ইনডোর স্টেডিয়ামে।

আজকের বাজার/আরিফ