আসন্ন ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রেফ্রিজারেন্ট, এয়ার কন্ডিশনার, ওয়েল্ডিং ওয়্যার, স্প্রিং ও গ্যাসকেটে আমদানি শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার (০৭ জুন) আগামী অর্থবছরের জন্য লিখিত বাজেট প্রস্তাবনায় এ প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী বলেন, দেশে বর্তমানে উন্নতমানের রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনার তৈরি হচ্ছে, যা দেশের চাহিদা মেটাতে সক্ষম। সম্প্রতি দেশে আধুনিক মানের কম্প্রেসার প্রস্তুতকারী কারখানা চালু হয়েছে।
দেশের ৪৭ বছরের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট পেশ করা হচ্ছে আজ। ব্যক্তিগতভাবে অর্থমন্ত্রীর ১২তম বাজেট এটা। এর মধ্য দিয়ে টানা দশবার বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী।
স্বাধীনতা পরবর্তী সময়ে সামরিক থেকে গণতান্ত্রিক বিভিন্ন সরকারে ১৪ জন অর্থমন্ত্রী (অর্থ উপদেষ্টা অথবা সামরিক আইন প্রশাসক) ৪৬টি বাজেট উপস্থাপন করেছেন এর আগে।
সবশেষ প্রাপ্ত হিসাবে এবারের বাজেটের আকার হচ্ছে ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার।
আজকের বাজার/ এমএইচ