প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহে ইতিবাচক ধারার মধ্য দিয়েই শেষ হয়েছে সদ্য বিদায় নেওয়া ২০১৭ সাল। বিদায়ী বছরের শেষ মাস ডিসেম্বরে ১১৬ কোটি ৭০ লাখ ডলারের রেমিটেন্স দেশে এসেছে। যেটি গত বছরের ডিসেম্বরের চেয়ে প্রায় ২২ শতাংশ বেশি। এছাড়া চলতি ২০১৭-১৮ অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে গত অর্থবছরের একই সময়ের চেয়ে রেমিটেন্স বেড়েছে প্রায় সাড়ে ১২ শতাংশ। বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০১৭-১৮ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) ব্যাংকিং চ্যানেলে ৬৯৩ কোটি ৫৭ লাখ ডলার রেমিটেন্স এসেছে। যেটি গত বছরের উল্লেখিত ছয় মাসের চেয়ে ১২ দশমিক ৪৬ শতাংশ বেশি।
সূত্র জানায়, ২০১৬-১৭ অর্থবছরে আগের বছরের চেয়ে প্রায় ১৪ দশমিক ৪৮ শতাংশ কম রেমিটেন্স এসেছিল। ২০১৭-১৮ অর্থবছরের জুলাইয়ে ১১৫ কোটি ৫৫ লাখ ডলার রেমিটেন্স আসে। দ্বিতীয় মাস অগাস্টে ১৪১ কোটি ৮৬ লাখ, অক্টোবরে ১১৬ কোটি ২৭ লাখ, নভেম্বরে আসে ১২১ কোটি ৪৭ লাখ ডলার। তবে ২০১৪-১৫ অর্থবছরে রেকর্ড পরিমাণ এক হাজার ৫৩১ কোটি ৬৯ লাখ (১৫ দশমিক ৩১ বিলিয়ন) ডলারের রেমিটেন্স বাংলাদেশে এসেছিল। এরপর থেকে প্রায় প্রতিবছরই রেমিটেন্স কমেছে। ২০১৫-১৬ অর্থবছরে আড়াই শতাংশ কমে রেমিটেন্স আসে ১ হাজার ৪৯৩ কোটি ডলার। গত অর্থবছরে তা সাড়ে ১৪ শতাংশ কমে আসে ১ হাজার ২৭৭ কোটি ডলার, যা ছিল আগের ছয় অর্থবছরের মধ্যে সর্বনিম্ন।
সংশ্লিষ্টরা বলছেন, মোবাইল ব্যাংকিংসহ বিভিন্ন মাধ্যমে হুন্ডি প্রবণতা বৃদ্ধি পাওয়ায় বৈধপথে প্রবাসীদের অর্থ কম আসছিল। এছাড়া বিভিন্ন দেশে অর্থনৈতিক মন্দাও এর অন্যতম কারণ ছিল।
জানা যায়, ২০১৬-১৭ অর্থবছর জুড়ে পড়তির দিকে থাকা রেমিটেন্স চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-অগাস্ট) কিছুটা ঊর্ধ্বগতির দিকে যেতে দেখা গেছে।। আবার সেপ্টেম্বরে ফের তা কমে যায়। তবে অক্টোবর, নভেম্বর এবং বছরের শেষ মাস ডিসেম্বরে পুনরায় ঊর্ধ্বমুখী হয়েছে।
আজকের বাজার : এসএস / সালি, ১ জানুয়ারী ২০১৮ ।