রেমিটেন্স প্রবাহ বাড়াতে তিন ধরনের সঞ্চয় বন্ড বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে বিক্রির নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি নির্দেশনা জারি করে দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে।
তিন ধরনের বন্ডের মধ্যে রয়েছে-ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড ও ইউএস ডলার প্রিমিয়াম বন্ড।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার ফলে ব্যাংকের সব বিভাগীয়, জেলা, উপজেলা শহরে অবস্থিত অথরাইজ ডিলার শাখাগুলো উল্লেখিত তিন ধরনের বন্ড বিক্রি করতে পারবে।আগে তারা এসব বন্ড বিক্রি করতে পারতো না।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, সব বিভাগীয়, জেলা, উপজেলা শহরে অবস্থিত ব্যাংকের অথরাইজ ডিলার শাখাগুলো এতদিন উল্লিখিত তিন ধরনের সঞ্চয় বন্ড বিক্রি করতো না। ফলে বিভিন্ন দেশের অনিবাসী ওয়েজ আর্নাররা তাদের পাঠানো রেমিটেন্সের বিপরীতে ওই তিন ধরনের বন্ড কিনতে না পারার কারণে এই খাতে বিনিয়োগ কমে যাচ্ছে।
এছাড়া, রেমিটেন্সের আন্তঃপ্রবাহও বিঘ্নিত হচ্ছে। এ কারণে বিভাগীয়, জেলা ও উপজেলা শহরে অবস্থিত ব্যাংকের অথরাইজ ডিলার শাখাগুলোকে ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড ও ইউএস ডলার প্রিমিয়াম বন্ডের বিক্রি বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশনা দেয়া যাচ্ছে।
আজকের বাজার : এলকে ২৮ ডিসেম্বর ২০১৭