রেমিট্যান্স প্রবাহ বাড়াতে ফি কমানোর ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ৮ জুলাই শনিবার সিলেটে একটি ফোয়ারার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন ইঙ্গিত দেন।
অর্থমন্ত্রী বলেন, এখন একটা অভিযোগ আছে যে, রেমিট্যান্স পাঠানোর ফি অনেক বেশি। আমার মনে হয় এই কারণে সম্প্রতি রেমিট্যান্স প্রবাহে ভাটা পরে থাকতে পারে।
এই অবস্থায় রেমিট্যান্স প্রবাহে গতি আনতে ফি কমিয়ে আনার চিন্তাভাবনা হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। তবে মন্ত্রী মনে করেন, কেবল যে বাড়তি ফি’র কারণে রেমিট্যান্স প্রবাহ কমেছে তা ঠিক নয়। তিনি মনে করেন, বিদেশে বাংলাদেশিরা স্থায়ী হওয়ায় রেমিট্যান্স (প্রবাসী আয়) কম আসছে।
মন্ত্রী বলেন, যারা বিদেশে থাকছেন, তাদের অনেকেই সেখানে স্থায়ীভাবে বসবাসের প্রক্রিয়া করছেন।
মন্ত্রী এসময় অর্থপাচার বিষয়েও কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রোধে কী অর্থমন্ত্রী বলেন, অর্থপাচার সারা দুনিয়াতেই হয়। তবে রেটস অব গ্রোথ (পাচারের হার) আমাদের একটু বেশি। এর জন্য আমরাও দায়ী।
ফোয়ারার উদ্বোধনকালে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ারসহ আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
আজকের বাজার: এলকে/এলকে ৮ জুলাই ২০১৭