রেলের উন্নয়নে ১১০ মিলিয়ন ইউরো দিতে চায় ইআইবি

ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (ইআইবি) বাংলাদেশের রেলওয়ের উন্নয়নে ১১০ মিলিয়ন ইউরো ঋণ দেয়ার আগ্রহ প্রকাশ করেছে।

রেলওয়ের ওই উন্নয়ন প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছিলো ২৭০ মিলিয়ন ইউরো। প্রকল্পের অংশ হিসেবে ২০০ টি রেলবগি ও ৪০ টি ইঞ্জিন ক্রয় করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এছাড়া বাংলাদেশের সঙ্গে ভারতের রেলওয়ে যোগাযোগ উন্নয়নের জন্য দেশ জুড়ে ১২৩০ কিলোমিটার ব্রডগেজ রেললাইন স্থাপন করা হবে। বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক রেলওয়ে যোগাযোগের উন্নয়নে এটি করা হবে।

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও ইআইবি গতকাল শনিবার এক আলোচনা সভায় অংশগ্রহণ করে। এই সময় ইআইবি ওই ঋণ দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করে। এই প্রকল্পটি বাংলাদেশ রেলওয়ের ২০ বছর মেয়াদী উন্নয়ন পরিকল্পনার একটি অংশ।

ইআইবি বাংলাদেশের বিদ্যুৎ প্রকল্পে ২০১৩ সালের নভেম্বর মাসে ৮২ মিলিয়ন ইউরো এবং ২০১৪ সালে ঢাকায় পানি সরবরাহের উন্নয়নে ১০০ মিলিয়ন ইউরো ঋণ সহায়তা দিয়েছিলো ।

একেএ/এমআর