রেলের সাবেক প্রধান প্রকৌশলী জিয়া উদ্দিন মাহমুদের মৃত্যু

রেলের সাবেক প্রধান প্রকৌশলী জিয়া উদ্দিন মাহমুদ চলে গেলেন না ফেরার দেশে। সোমবার (২৫ জুন) গুলশানে তার বাসায়  মৃত্যুবরণ করেন।

পরিবারের সদস্যরা জানান, জিয়া উদ্দিন মাহমুদ দীর্ঘদিন ধরে পাকস্থলি ও ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।

তার বড় ছেলে  এডিএন গ্রুপের চেয়ারম্যান আসিফ মাহমুদ জানান, সোমবার সন্ধ্যায় গুলশানের আজাদ মসজিদে জিয়া উদ্দিনের জানাজা হবে ।
জিয়া উদ্দিন মাহমুদের জন্ম ১৯৩৮ সালের ২ জানুয়ারি, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে।

নব্বইয়ের দশকে সরকারি চাকরি থেকে অবসরে যাওয়ার আগে তিনি কলকাতায় বাংলাদেশ মিশনেও দায়িত্ব পালন করেন।

তার ২ ছেলে আসিফ মাহমুদ, আরেফ মাহমুদ  ও মেয়ে লোপা মাহমুদসহ অসংখ্যগুণগ্রাহী  রেখে গেছেন।

মৃত রেলের সাবেক প্রধান প্রকৌশলী জিয়া উদ্দিন মাহমুদের ছেলে  আরেফ মাহমুদ  জানান, ‘আজাদ মসজিদে জানাজার পর বনানী কবরস্থানে তার বাবাকে দাফন করা হবে।’