রেস থ্রির পোস্টার রিলিজ করলেন সালমান

শেষ হল অপেক্ষার পালা। বলিউডের সুপারস্টার সালমান খান শেষ পর্যন্ত তার বহু প্রতিক্ষিত ছবি রেস থ্রির পোস্টার রিলিজ করলেন। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের সংবাদ মাধ্যম টাইমস নাও।

প্রতিবেদনে বলা হয়, টুইটারে সালমান খান তার ভক্তদের উদ্দেশ্যে রেস থ্রি ছবির পোস্টার শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, এই হল রেস থ্রি পরিবার। তাহলে রেস শুরু করা যাক। এই পোস্টারে রেস থ্রি গোটা কাস্টকে (কলা-কুশলী) দেখা গেছে। ছবির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।

ছবিতে অভিনয় করেছেন অনিল কাপুর, ববি দেওল ও জ্যাকুলিন সহ অন্যান্যরা। বহু বছর পর বড় পর্দায় দেখা যাবে ববি দেওলকে। ছবিটি পরিচালনা করছেন কোরিওগ্রাফার রেমো ডি’সুজা। এই বছর ঈদে ছবিটি মুক্তি পাবে বলে জানানো হয়েছে।

এস/