রোগীর পেটে গজ: সেই মাকে ৯ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

পটুয়াখালীর বাউফলে সন্তান প্রসবের সময় রোগীর পেটে গজ রেখেই অপারেশন শেষ করার দায়ে কথিত চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষকে ৯ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে আদালত।

বুধবার ১৩ ডিসেম্বর বাদীপক্ষের আবেদনের শুনানি শেষে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী ইমরান সিদ্দিকী সাংবাদিকদের বলেন, আদালত আজকে আবেদনের শুনানি শেষে কথিত চিকিৎসককে ৫ লাখ টাকা এবং নিরাময় ক্লিনিক কর্তৃপক্ষকে ৪ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন। আগামী ১৫ জানুয়ারির মধ্যে রোগীকে এই ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণ দেয়ার পর ২৮শে জানুয়ারি এ ব্যাপারে আদালতে প্রতিবেদন দাখিল করারও নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ১১ই ডিসেম্বর অপারেশনকারী কথিত চিকিৎসক রাজন দাসকে (অর্জুন চক্রবর্তী) আটক দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় হাইকোর্ট। একইসঙ্গে ভুয়া ডাক্তার, পটুয়াখালীর বাউফলের নিরাময় ক্লিনিকের মালিকসহ চারজনের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেয় আদালত।

গত ৬ই নভেম্বর ওই ডাক্তারের সার্টিফিকেট ভুয়া প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে হাইকোর্ট।

আজকের বাজার:এলকে/১৩ ডিসেম্বর ২০১৭