ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের হামলার পর জরুরি সেবা বন্ধ রেখেছেন চিকিৎসকরা।
মেডিকেল পুলিশ ফাঁড়ির এস আই মো. বাচ্চু মিয়া জানান, ২৯ অক্টোবর রোববার দুপুরে নওশাদ আহমেদ নামে ৫২ বছর বয়সী এক রোগী হাসপাতালের সিসিইউতে মারা যান।
এরপর দুপুর ২টার দিকে ওই রোগীর স্বজনরা এসে হাসপাতালে হামলা করে। এসময় কয়েকজন চিকিৎসক, নার্স, স্টাফ ও আনসার সদস্য আহত হয়েছেন।
এ ঘটনায় চিকিৎসকরা নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে হাসপাতালে ঢোকার বিভিন্ন গেইট বন্ধ করে দেন এবং জরুরি বিভাগের সেবাও বন্ধ রেখেছেন বলে জানান তিনি।
হামলাকারীরা নিজেদেরকে বিএমএ সভাপতি মোস্তফা জালাল মহীউদ্দিনের লোক বলে দাবি করার অভিযোগ পাওয়া গেছে। সেখান থেকে রিয়াদ ও মাকসুদ নামে দুইজনকে আটক করেছে পুলিশ।
খবর পেয়ে বিএমএর সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন বিকেলে হাসপাতালে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত চিকিৎসকদের সঙ্গে তাঁর বৈঠক চলছিল।
আজকের বাজার:এলকে/এলকে ২৯ অক্টোবর ২০১৭