দেশে চতুর্থবারের মত আয়োজিত আন্তর্জাতিক ডেইরি মৎস্য ও পোষা প্রাণী মেলা শেষ হচ্ছে আজ। বাংলাদেশ এনিমেল হেলথ কোম্পানি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত তিন দিন ব্যাপী এই মেলায় প্রাণীর রোগ নির্ণয়, নির্দিষ্ট রোগের ভাইরাস সনাক্তকরণ, এবং তার চিকিৎসার অত্যাধুনিক প্রযুক্তির প্রকাশ ঘটেছে।
সর্বাধুনিক প্রযুক্তি সম্পর্কে জানতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক খামারি ও উদ্যোক্তারাও অংশ নিয়েছেন এবারের মেলায়। প্রাণিজ আমিষের অন্যতম উৎস হিসেবে হিসেবে ধরা হয় পোল্ট্রি ও মাছকে। তাই দেশের বিভিন্ন প্রান্তের খামারি, এই খাতের উদ্যোক্তা ও সহায়ক প্রতিষ্ঠান এতে অংশ নেয়।
বাংলাদেশ ছাড়াও, যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান চীন সহ বিভিন্ন দেশের ১২৫ টি কোম্পানী এবারের মেলায় অংশগ্রহন করে ।
মেলায় অংশগ্রহণকারীদের একজন তাদের সেবা তুলে ধরে বলেন,’ গরুর ঘর কিভাবে বানাতে হবে এসব নিয়ে আমরা গাইড করে থাকি। খামারীরা লাভবান হবেন যদি তারা সঠিক জিনিস ব্যবহার করতে পারে।
সনাতন পদ্ধতি ছেড়ে আধুনিক প্রযুক্তি ও চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক খামারি ও উদ্যোক্তারা অংশ নিয়েছেন এবারের মেলার প্রদর্শনীতে।
জাকির/ আজকের বাজার