জ্বালানি্ ও বিদ্যুত খাতের কোম্পানি লুব-রেফ(বাংলাদেশ) পুঁজিবাজার থেকে টাকা উত্তোলনের লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার একটি রোড শো’র আয়োজন করেছে। সন্ধ্যা ৭ টায় হোটেল রেডিসন ব্লুতে রোড শো অনুষ্ঠিত হবে এই রোড শো। এতে পুঁজিবাজারের যোগ্য বিনিয়োগকারীদের(ইলিজিবল ইনভেস্টর)অংশ নেয়ার আহ্বান জানিয়েছে কোম্পানিটি।
মার্চেন্ট ব্যাংকার, পোর্টফোলিও ম্যানেজার, অ্যাসেট ম্যানেজার ও তাদের পরিচালিত মিউচ্যুয়াল ফান্ড, স্টক ডিলার, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ও ফান্ডের ম্যানেজার, অনুমোদিত বৈদেশিক বিনিয়োগকারী এবং কমিশন অনুমোদিত বিনিয়োগকারীরা এ রোড শো’তে উপস্থিত থাকবেন বলে কোম্পানি সূত্রে জানা গেছে।
আজকের বাজার:এসএস/ ৪ডিসেম্বর ২০১৭