মায়োর্কার বিপক্ষে অসাধারণ হ্যাট্টিকে দলের বড় জয়ের পাশাপাশি বেশ কয়েকটি রেকর্ড নিজের করে নিয়েছেন বার্সেলোনার প্রাণভোমরা লিওনেল মেসি।তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ রেকর্ডটি হলো পর্তুগিজ রাজপুত্র ক্রিশ্চিয়ানো রোনালদোকে টপকে এখন স্প্যানিস লিগের সবোচ্চ হ্যাট্টিককারী ফুটবলার বনে গেছেন রেকর্ড ষষ্টবারের ব্যালন ডি’অর বিজয়ী মেসি।
দুই মৌসুম আগে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে নাম লেখালও এতদিন ধরে এককভাবে লিগে সবচেযে বেশি হ্যাট্টিককারী ফটবলারের ৩৪টি তকমা নিজের দখলে রেখেছিলেন রোনালদো ।এবার এই রেকর্ডটি একান্তই নিজের করে নিলেন মেসি।
এছাড়া ডি-বক্সের বাইরে থেকেও গোল করার রেকর্ডে এখন রোনালদোকে পেছনে ফেললেন মেসি । নিজের করা গোলগুলোর ১১৮টিই তিনি করেছেন ডি বক্সের বাইরে থেকে।
এই জয়ে ব্যক্তিগত রেকর্ডের পাশাপাশি বার্সাকেও টেবিলের শীর্ষে নিয়ে এসেছেন মেসি।ঘরের মাঠের বার্সা যে এখনো অপ্রতরোধ্য সেই বিষয়টিই আবারও পরিষ্কার হলো মেসির দলের এমন পারফরম্যান্সে।
আজকের বাজার/আরিফ