চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে থেকে মালাগার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল। এই ম্যাচে রোনালদোর গোলেই শেষ রক্ষা হল রিয়াল মাদ্রিদের। পেনাল্টি গোলে দলকে জেতান রোনালদো। এই জয়ের ফলে প্রতিপক্ষ বার্সেলোনার সঙ্গে ব্যবধান ৭ পয়েন্টে নামিয়ে আনল রিয়াল।
শনিবার লিগে সান্তিয়াগো বার্নাবিউয়ে মালাগাকে ৩-২ গোলে হারিয়েছে রিয়াল। এই ম্যাচে খেলার ৯ মিনিটে করিম বেনজামার গোলে এগিয়ে যায় রিয়াল।মার্সেলোর ক্রসে রোনালদোর হেড ক্রসবারে লাগার পর ফিরতি বল বিনা বাধায় হেডে জালে পাঠান বেনজেমা।
তবে ১৮তম মিনিটে নিজেদের ভুলে গোল খেয়ে বসে রিয়াল। নিজেদের ডি-বক্সের বাইরে থেকে ব্যাকপাস করেন টনি ক্রুস; কিন্তু বল ধরার মতো সেখানে কেউ ছিল না। ছুটে গিয়ে বল ধরে কেকোর বাড়ানো ক্রস নিয়ন্ত্রণে নিয়ে ঠাণ্ডা মাথায় নিচু শটে গোলটি করেন উরুগুয়ের ফরোয়ার্ড দিয়েগো রোলান। এর ৩ মিনিট পর টনি ক্রুসের কর্নারে কাসেমিরোর জোরালো হেডে ফের এগিয়ে যায় রিয়াল।
খেলার ৫৮তম মিনিটে ফের নিজেদের ভুলে গোল খেয়ে বসে স্বাগতিকরা। ডি-বক্সের বাইরে রাফায়েল ভারানের ভুলে বল পেয়ে কেকোর পাস ধরে নিচু শট নেন স্প্যানিশ মিডফিল্ডার গনজালো কাস্ত্রো। গোলরক্ষক কিকো কাসিয়া ঠিকমতো ঠেকাতে পারেননি। বল তার হাতে লেগে জালে ঢুকে যায়।
৭৬তম মিনিটে রোনালদোর গোলে আবারও এগিয়ে যায় রিয়াল। ইসকোর বদলি নামা লুকা মদ্রিচ ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজায় রেফারি। লিগে গোল খরায় থাকা রোনালদোর স্পটকিক ঝাঁপিয়ে ঠেকিয়ে দিয়েছিলেন হিমেনেস; তবে ফিরতি বল বাঁ পায়ের শটে জালে পাঠান পর্তুগিজ ফরোয়ার্ড। এবারের লিগে রোনালদোর এটি দ্বিতীয় গোল এবং লিগের শেষ চার ম্যাচে রিয়ালের এটা দ্বিতীয় জয়।
আজকের বাজার: সালি / ২৬ নভেম্বর ২০১৭