রোনালদোর জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল

লা-লিগায় আবারও জ্বলে উঠেছেন রিয়াল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদোর জোড়া গোলে প্রতিপক্ষ সেভিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে মার্কো আসেনসিও-টনি ক্রুসরাও আলো ছড়িয়েছেন।
ঘরের মাঠে এই নিয়ে সেভিয়ার বিপক্ষে টানা ১১ ম্যাচ জিতল রিয়াল; লিগে ৯টি, কোপা দেল রেতে ২টি।
শনিবার সান্তিয়াগো বের্নাবিউয়ে স্থানীয় সময় বিকালের ম্যাচে নিষেধাজ্ঞার কারণে অধিনায়ক সার্জিও রামোস ও চোটের কারণে নিয়মিত আরেক ডিফেন্ডার রাফায়েল ভারানে ছিলেন না। তবে তা নিয়ে এতটুকুও ভাবতে হয়নি মাদ্রিদের দলটিকে।
ম্যাচের আগেই আনন্দের উপলক্ষ পায় স্টেডিয়ামে আসা সমর্থকরা। তুমুল করতালির মধ্যে শুক্রবার জেতা পঞ্চম ব্যালন ডি’অরসহ তার ৫টি ট্রফি নিয়ে মাঠে আসেন রোনালদো।
আনন্দের মাত্রা ম্যাচের শুরুতেই বাড়িয়ে দেন ফের্নান্দেস। টনি ক্রুসের কর্নারে বল সেভিয়ার ফরোয়ার্ড মুরিয়েলের গায়ে লাগার পর ছয় গজের বক্সের মধ্যে পেয়ে দলকে এগিয়ে দেন স্প্যানিশ এই ডিফেন্ডার।
২৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। মার্কো আসেনসিওর দারুণ রক্ষণচেরা পাস ধরে ডি-বক্সে ঢুকে নিচু শটে কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠান পর্তুগিজ এই ফরোয়ার্ড। এর ৮ মিনিট পর সফল স্পট কিকে ব্যবধান আরও বাড়ান রোনালদো। এবারের লিগে এই নিয়ে চতুর্থ গোল করলেন রোনালদো। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে তার গোল হলো ১৪টি।
খেলার ৩৪তম মিনিটে কাছ থেকে রোনালদোর ভলি ঠেকিয়ে দেন গোলরক্ষক সের্হিও রিকো। তবে এর ৪ মিনিটের ব্যবধানে দ্ইুবার বল জালে পাঠিয়ে জয় নিশ্চিত করে ফেলে রিয়াল।
খেলার ৩৮তম মিনিটে মাঝমাঠ থেকে বল পায়ে ছুটে লুকাস ভাসকেসকে পাস দিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন ক্রুস। ফিরতি বল পেয়ে পরাস্ত করেন গোলরক্ষককে। বাকি সময়ে আর কোনো গোলের দেখা পায়নি কোনো দলই। ফলে ৫-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে ব্যবধান ৫ পয়েন্টে নামিয়ে আনলো জিনেদিন জিদানের দল। ১৫ ম্যাচে নয় জয় ও চার ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে রিয়াল। ৩৬ পয়েন্ট নিয়ে সবার উপরে এক ম্যাচ কম খেলা বার্সেলোনা। ১৫ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে সেভিয়া।
আজকের বাজার: সালি / ১০ ডিসেম্বর ২০১৭