শিরোপার পথে ৭ পয়েন্ট ব্যবধানে এগিয়ে গেলো জুভেন্টাস। ক্রিশ্চিয়ানো রোনালদোর নৈপুন্যে লেসকে তারা হারিয়েছে ৪-০ গোলে।
আলিয়াঞ্জ স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই ১০ জনের দলে পরিণত হয় লেস। তবে প্রথমার্ধে সে সুযোগের সদ্বব্যবহার করতে পারেনি জুভেন্টাস। ৫৩ মিনিটে রোনালদোর পাসে ডেড লক ভাঙ্গেন পাওলো দিবালা। ৬২ মিনিটে সিআর সেভেন প্রতিপক্ষের ডি বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় জুভেন্টাস। স্পট কিক থেকে ব্যবধান ২-০ করেন রোনালদো নিজেই।
৮৩ মিনিটে আবারও গোলের জন্য বল বানিয়ে দেন রোনালদো। এবার স্কোর শিটে নাম তোলেন হিগুয়েন। আর ৮৫ মিনিটে মাথিয়াস ডি লাইটের গোলে ৪-০’র বড় জয় নিয়ে মাঠ ছাড়ে টেবিল টপাররা।