রিয়াল মাদ্রিদের হয়ে অভিষেকের খুব বেশিদিন হয়নি। লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের অভিষেকেই গোল করে হইচই ফেলে দিয়েছেন ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড রদ্রিগো গোজ। এরই মাঝে অনেকে বলছেন, ক্রিশ্চিয়ানো রোনালদোর শূন্যস্থান পূরণ করবেন রদ্রিগো। ব্রাজিলের হয়ে প্রীতি ম্যাচে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে রদ্রিগো বলছেন, রোনালদোর শূন্যস্থান পূরণের কথা মাথায় এনে নিজের ওপর চাপ বাড়াতে চান না তিনি।
নিজেকে রোনালদোর বিকল্প হিসেবে ভাবতে নারাজ রদ্রিগো, ‘আমি এখনো অনেক তরুণ। অন্যদিকে রোনালদো ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার। তার শূন্যস্থান পূরণ করার ব্যাপারে আমার কথা বলা উচিত না। রিয়ালে রোনালদোর জায়গা আমি নেবো, এসব ভেবে নিজের ওপর বাড়তি চাপ আনতে চাইনা।’
রদ্রিগ্রো রিয়ালে আসার অনেক আগেই ক্লাব ছেড়েছেন রোনালদো। সিআর সেভেনের সাথে খেলতে না পারায় হতাশ রদ্রিগো, ‘রিয়ালে রোনালদোর সাথে খেলবো, এটা আমার স্বপ্ন ছিল। কিন্তু তার চলে যাওয়ায় আমি হতাশ। এখন তো তার সাথে খেলাটা খুব কঠিনই হয়ে যাবে।’
লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে রিয়ালের হয়ে অভিষেক রাঙ্গিয়েছেন গোল দিয়ে। ব্রাজিলের হয়ে অভিষেকেও কি তেমন কিছু করতে পারবেন রদ্রিগো? রদ্রিগো অবশ্য অভিষেকের আনন্দটা নিয়েই ভাবতে চান, ‘শৈশব থেকেই ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নামার ইচ্ছা ছিল। যাদেরকে আদর্শ মেনেছি, তাদের সাথেই এখন খেলবো। এই আনন্দটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমার জীবনে যা হচ্ছে তাতে আমি দারুণ খুশি।’
আজকের বাজার/আরিফ