রোনালদোর হ্যাটট্রিকে টপ থ্রিতে রিয়াল মাদ্রিদ

ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে ঘরের মাঠে জিরোনাকে ৬-৩ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের টপ থ্রি’তে উঠে গেল রিয়াল মাদ্রিদ।

হোম গ্রাউন্ড সান্তিয়াগো বার্নাব্যুতে সবসময়ই অপ্রতিরোধ্য রিয়াল মাদ্রিদ। ম্যাচের ১১ মিনিটে টনি ক্রোসের পাস থেকে গোল কোরে হোস্টদের লিড এনে দেন সিআর সেভেন।

আঠার মিনিট পরেই জিরোনার উরুগুইয়ান অ্যাটাকার স্টুয়ানি কারবেলোর স্কোরে সমতায় ফেরে জিরোনা। ৪৭ মিনিটে করিম বেনজেমার অ্যাসিস্ট থেকে আবরো গোল কোরে রিয়ালকে এগিয়ে নেন পর্তুগিজ উইঙ্গার। মিনিট দুই পরেই জিরোনার জালে বল আটকান লুকাস ভাজকুয়েজ। ৬৪ মিনিটে গোল কোরে ক্যারিয়ারের ৫০তম হ্যাটট্রিক পুরো করেন রিয়াল তারকা।

৮৬ মিনিটে লুকা মদ্রিচের অ্যাসিস্ট থেকে স্কোরশিটে নাম তোলেন রিয়ালের ওয়েলস তারকা গ্যারেথ বেল। দু’মিনিটের মধ্যে রিয়ালের জালে বল জড়ান জিরোনা ডিফেন্ডার জুয়ানপে। ৫-৩’এ ব্যবধান কমায় পাবলো মাচিনের ছেলেরা।

ম্যাচের ইনজুরি সময়ে আবারো টনি ক্রোস-রোনালদোর মাঠের রসায়ন; চার নম্বর গোল কোরেন রিয়াল সুপার স্টার। এ নিয়ে চলতি বছরের এগার গেমে ২১ গোল ক্রিশ্চিয়ানো রোনালদোর। ৬-৩ ব্যবধানের জয়ে ভ্যালেন্সিয়াকে টপকে ২৯ ম্যাচে ষাট পয়েন্ট নিয়ে সেরা তিনে জায়গা কোরে নেয় রিয়াল মাদ্রিদ।

আজকের বাজার/আরজেড