গেটাফেকে ২-০ গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগায় শুভ সূচনা করল রিয়াল মাদ্রিদ।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো চলে যাওয়ার পর রিয়ালের হাল ধরলেন ওয়েলস উইঙ্গার গ্যারেথ বেল।
রবিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে গেটাফের বিপক্ষে লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামে রোনাল্ডো ও জিদানবিহীন রিয়াল মাদ্রিদ।
ঘরের মাঠে শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে লস ব্লাঙ্কোরা। ২০তম মিনিটে গ্যারেথ বেলের ক্রস বিপদমুক্ত করার চেষ্টা করেন গেটাফের গোলরক্ষক।
কিন্তু বল পেয়ে হেডে লক্ষ্যভেদ করে রিয়ালকে লিড উপহার দেন দানিয়েল কারভাহাল।
রোনাল্ডো দলে থাকাকালে বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি বেল। তবে রোনাল্ডো এবারের মৌসুমে জুভেন্টাসে চলে যাওয়ায় নিজেকে আরো মেলে ধরার সুযোগ পেয়েছেন ওয়েলস তারকা।
বিরতির পর মাঠে নেমে মার্কো আসেনসিওর দারুণ এক ক্রস পেয়ে গোলের খাতায় নাম লেখান বেল।
এরপর আর কোনো গোল না হলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে হুলেন লেপেতেগির শিষ্যরা।
উয়েফা সুপার কাপের ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে এবার নতুন মৌসুম শুরু করে রিয়াল মাদ্রিদ। গেল মৌসুমে চ্যাম্পিয়ন বার্সেলোনা ও অ্যাটলেটিকোর পর তৃতীয় অবস্থানে থেকে স্প্যানিশ লিগ শেষ করে চ্যাম্পিয়ন্স লিগ জয়ীরা।
আজকের বাজার/এমএইচ