রোনাল্ডো নন, মেসিই সেরা : কাকা

পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনাল্ডো নন, আর্জেন্টিনার লিওনেল মেসিই সেরা বলে বিশ্ব সেরা ফুটবলার বলে মন্তব্য করলেন ব্রাজিলের সাবেক তারকা কাকা।
বিশ্ব ফুটবলে কে সেরা, রোনাল্ডো নাকি মেসি, এই আলোচনা চায়ের টেবিল এখনও গরম করে তুলে। সেই আলোচনায় এবার যোগ হলেন ব্রাজিলের মিডফিল্ডার কাকা।
রোনাল্ডোর সাথে রিয়াল মাদ্রিদে খেলেছেনও কাকা। তারপরও রোনাল্ডোর খেলা পছন্দ নয়, মেসিই খেলাই কাকার ভালো লাগে।

কাকা বলেন, ‘আমি রোনাল্ডোর সাথে খেলেছি। নিশ্চিত ভাবেই সে বিস্ময়কর এক খেলোয়াড়। কিন্তু তারপরেও আমি সেরা বলবো মেসিকে। সে আক্ষরিক অর্থেই অনন্য এক প্রতিভা। এক কথায় মেসির খেলার ধরন অবিশ্বাস্য।’

মেসির চেয়ে রোনাল্ডোকে পিছিয়ে রাখলেও, সাবেক সতীর্থর প্রশংসা ঠিকই করেছেন কাকা, ‘রোনাল্ডোকে দেখলেই আমার মনে হয়, সে একটা যন্ত্র। শুধু শারীরিক গঠন, শক্তি বা গতির জন্য এটা বলছি না। খুব কাছ থেকে দেখেছি মানসিক ভাবেও ছেলেটা অনেকখানি শক্তিশালী। সবসময় জিততে চায় রোনাল্ডো। ট্রফিও চায় সে। নিজেকে সেরা ছাড়া অন্য কিছু ভাবতেই পারে না সে। অদ্ভুত মানসিকতা তার। এ সবই তার প্রতি মুগ্ধতা বাড়িয়ে দেয়।’

রোনাল্ডো-মেসিকে একই সময়ে খেলতে দেখে নিজেকে ভাগ্যবান বলছেন কাকা, ‘ভাবতে পারি না, দু’জনকেই খেলতে দেখলাম আমরা। তাও একই সময়ে। সে দিক থেকে সত্যিই আমরা ভাগ্যবান।’