উইল স্মিথ৷ নামটাই যথেষ্ঠ৷ এই হলিউড তারকার জনপ্রিয়তা তো সারা বিশ্ব জুড়ে৷ তার জন্য পাগল নারী ভক্তরা৷ তবে এবার ডেটে গিয়ে লজ্জার মুখে পড়তে হল এই তারকাকেই৷ যার সঙ্গে ডেটিংয়ে গিয়েছিলেন, তাকে চুমু দিতে চেয়েছিলেন স্মিথ! তবে তার সেই প্রস্তাব নাকচ করে দেন ওই নারী৷
নিউজ ১৮ এক প্রতিবেদনে জানায়, ওই নারী কিন্তু কোনো যে সে নারী নয়। সে হল নারী রোবট সোফিয়া৷ আর তার সঙ্গে ডেটিংয়ে করতে গিয়েছিলেন উইল স্মিথ৷ সম্প্রতি এই অভিনেতা তার ইউটিউব চ্যানেলে রোবট সোফিয়ার সঙ্গে নিজের ‘ডেটিংয়ের’ একটি হাস্যকর ভিডিও আপলোড করেন। তাতে দেখা যায়, রোবট সোফিয়ার সঙ্গে ফ্লার্ট করতে গিয়ে হতাশ হতে হয়েছে উইল স্মিথকে।
উইল স্মিথ সোফিয়াকে চুমু দেওয়ার জন্য যখন নানা ভাবে বোঝানোর চেষ্টা করছেন, তখন অভিনেতার মুখের ওপর রোবটটি সাফ জানিয়ে দেয় যে, সে উইল স্মিথকে শুধুই বন্ধু হিসেবে গ্রহণ করেছে। এর বাইরে কিছু নয়। রোবটের এমন উত্তর শুনে ওই মুহূর্তে স্মিথের হতাশ হওয়া ছাড়া আর কিছুই করার ছিল না।
এস/