ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ দুই দিনের সরকারি সফরে ঢাকা আসছেন। ২২ অক্টোবর রোববার দুপুরে তিনি ঢাকা এসে পৌঁছাবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
ঢাকা সফরের সময় দুই দেশের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যৌথ কনসালটেটিভ কমিশনের চতুর্থ বৈঠকে অংশ নেবেন সুষমা স্বরাজ। সফরে ঢাকায় দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, ভারতের লাইন অব ক্রেডিটের মাধ্যমে বাস্তবায়িত ১৫টি প্রকল্পের উদ্বোধনও করবেন তিনি।
এছাড়া এবারের সফরে দু’টি সমঝোতা স্মারকের সম্ভাবনা আছে। এরমধ্যে একটি ডিজেল সরবরাহ সংক্রান্ত, অন্যটি বাংলাদেশ বেতার ও ভারতের বেতার সংক্রান্ত সমঝোতা স্মারক।
এটি সুষমার দ্বিতীয় দ্বিপক্ষীয় বাংলাদেশ সফর। এর আগে তিনি ২০১৪ সালে ঢাকা সফর করেন। তার সফর বিষয়ে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক জানান, এপ্রিল মাসের সফরের অগ্রগতি নিয়ে আলোচনা করা হবে।
আজকের বাজার:এলকে/এলকে ২২ অক্টোবর ২০১৭