পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া ওষুধ ও রসায়ন খাতের অ্যাডভেন্ট ফার্মার প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) রোববার ১১ ফেব্রুয়ারি থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণ শেষ হবে ১৯ ফেব্রুয়ারি।
এর আগে গত ২ জানুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৬২২তম কমিশন সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেয়া হয়।
আইপিওর মাধ্যমে অ্যাডভেন্ট ফার্মা শেয়ারবাজারে ২ কোটি শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা উত্তোলন করবে। এ জন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।
আর্থিক বিবরণী অনুযায়ী ২০১৭ সালের ৩০ জুন কোম্পানিটির (পুন:মূল্যায়ন ছাড়া) শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাড়িয়েছে ১২.৪৫ টাকায়। আর বিগত ৪ অর্থবছরে কোম্পানির ওয়েটেড শেয়ারপ্রতিমুনাফা (ইপিএস) হয়েছে ০.৯১ টাকা।
আইপিওতে কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইম্পেরিয়াল ক্যাপিটালি, আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট এবং সিএপিএম এডভাইজারি।
আজকের বাজার:এসএস/১১ফেব্রুয়ারি ২০১৮