রোববার থেকে শুরু প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

সারাদেশে রোববার থেকে একযোগে শুরু হচ্ছে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা। চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। প্রথম দিন অনুষ্ঠিত হবে ইংরেজি পরীক্ষা।

এ বছর প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে ৩০ লাখ ৯৬ হাজার ৭৫ জন শিক্ষার্থী। দেশের বাইরে মোট ১২টি কেন্দ্রে ৬টি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার প্রাথমিকে ২ হাজার ৯৫৩ জন ও ইবতেদায়ীতে ৩৭৯ জন বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থী অংশ নেবে।

এই শিক্ষার্থীদের অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হবে। প্রশ্নপত্র ফাঁস এড়াতে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পরীক্ষা শুরুর ৫ মিনিট আগে প্রশ্নপত্র সরবরাহ করবে এবং কোনো পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না বলে, নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

জানা গেছে, এ বছর আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন সংস্থা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে মনিটরিং করবে। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোনসহ সব ধরনের ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে। প্রতিটি জেলায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সমন্বয়ে পরীক্ষা কার্যক্রম পরিদর্শনে ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে।

এছাড়া আইনশৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসাররা নিয়োজিত থাকবেন।

আজকের বাজার:এলকে/এলকে ১৯ নভেম্বর ২০১৭