রোববার বাণিজ্য মেলার শেষ দিন

রোববার ৪ফেব্রুয়ারি শেষ হচ্ছে ২৩তম ঢাকা আর্ন্তজাতিক বাণিজ্যমেলা-২০১৮। ১ জানুয়ারি মাসব্যাপী শুরু হওয়া এ মেলা ৩১ জানুয়ারি শেষ হওয়ার কথা থাকলেও দোকান মালিকদের অনুরোধে তা ৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।

মেলার সময় বাড়ানোয় কয়েকটি প্যাভিলিয়ন ইতিমধ্যেই তাদের প্যাভিলিয়ন বন্ধ করে দিয়েছেন। শেষ মুহুর্তে মেলায় ভ্রাম্যমাণ হকারের সংখ্যা অস্বাভাবিক বেড়ে গেছে। নিম্নমানের পণ্য তারা হেঁকে ডেকে বিক্রির চেষ্টা করছেন।

ছোটদের খেলনা, পিঠা তৈরির ডাইস, আইসক্রিম, রেডিমেট তৈরি পোশাক বিক্রির হকারের সংখ্যা বেড়েছে। সাড়ে ১২ লাখ স্কয়ার ফুট এলাকা জুড়ে অনুষ্ঠিত হচ্ছে এবারের বাণিজ্যমেলা। এবারের বাণিজ্য মেলায় ছোট বড় মিলিয়ে মোট ৫৮৯টি স্টল ও প্যাভিলিয়ন অংশ নেয়। এর মধ্যে ১৭টি দেশের মোট ৪৩টি প্রতিষ্ঠানের প্যাভিলিয়ন ছিল।

আজকের বাজার:এসএস/৪ফেব্রুয়ারি ২০১৮