রোববার রাত থেকে আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে

ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাটের মধ্যে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় রোববার রাত থেকে তা বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিসি আরিচা ঘাটের ডিজিএম শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানিয়েছেন, রোববার রাত সাড়ে ৯টা থেকে আরিচা-কাজিরহাটের মধ্যে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। রুটের সব ফেরিকে টার্মিনাল বা মাঝামাঝি স্থানে অবস্থান করতে বলা হয়েছে।

ডিজিএম নেওয়াজ জানান, বেগম রোকেয়া, কুঞ্জলতা ও বেগম সুফিয়া কামাল নামের তিনটি ফেরি আরিচা ঘাটে, শাহ আলী যমুনা নদীর মাঝখানে এবং শাহ এনায়েতপুরী কাজীরহাটে নোঙর করেছে।

আরিচা ঘাটে কোনো যানবাহন না থাকলেও মালামাল বোঝাই ট্রাকসহ প্রায় দুই শতাধিক যানবাহন কাজিরহাট ঘাটে ফেরির জন্য অপেক্ষা করছে। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান