আগামীকাল রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে জনসভা করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করতে এ অনুমতি দেন তিনি।
পরে আব্দুস সালাম আজাদ দেশের একটি বহুল জনপ্রিয় দৈনিক পত্রিকায় জানান, রোববারে জনসভার জন্য পুলিশ অনুমতি দিয়েছে। তিনি এবং অ্যানি ডিমপি কার্যালয়ে গেলে এ অনুমতি দেয়া হয়েছে।
এর আগে গেল মঙ্গলবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছিলেন আগামী ২৯ সেপ্টেম্বর (শনিবার) দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভা হবে। এতে অনুমতি পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।
আজকের বাজার/এমএইচ