রোববার স্পট মার্কেটে যাচ্ছে আর.এন. স্পিনিং

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আর.এন. স্পিনিং মিলস লিমিটেড রোববার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামী ২৫ জুন কোম্পানিটির বিশেষ সাধারণ সভা সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের ১৪ জুন থেকে ২৪ জুন পর্যন্ত স্পট মার্কেটে হবে এ কোম্পানির লেনদেন।

এসময় ব্লক/অডলটে লেনদেন করা যাবে। আর রেকর্ড ডেটের কারণে আগামী ২৫ জুন লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি।