আগামি রোববার দুর্গত হাওর অঞ্চলে বানভাসি মানুষের অবস্থা দেখতে সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তার প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, কয়েকদিন আগে আকস্মিক ঢলে সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোণার হাওর তলিয়ে যায়। এতে চরম দুর্ভোগের মধ্যে পড়ে হাওরবাসী। বোরো ধানের তে তলিয়ে যাওয়ার পাশাপাশি মারা গেছে বিপুল পরিমাণ মাছ ও হাঁস।
হাওরের তিগ্রস্ত মানুষদের জন্য সরকারের প থেকে ত্রাণ বিতরণ হচ্ছে। ত্রাণ ও পুনর্বাসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে তৎপর হতে বলা হয়েছে মন্ত্রিসভার বৈঠক থেকে।
আজকের বাজার: আরআর/ ২৬ এপ্রিল ২০১৭