পুঁজিবাজারে তালিকাভু্ক্ত ১১ কোম্পানি রোববার লেনদেন বন্ধ রাখবে। কোম্পানিগুলো হচ্ছে- দুলামিয়া কটন, সেলভো কেমিক্যাল, আরএন স্পিনিং, ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক, ইনটেক, জেনারেশন নেক্সট ফ্যাশান, জাহিন স্পিনিং, সুহৃদ, সী পার্ল, মোজাফ্ফার হোসেন স্পিনিং, মিথুন স্পিনিং, হাক্কানী পাল্প , ফু-ওয়াং ফুড, ফরচুন সুজ, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং ও অ্যাটলাস বাংলাদেশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, রোববার এসব কোম্পানির বার্ষিক সাধারন সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এ কারণে লেনদেন স্থগিত রাখবে কোম্পানিগুলো। সোমবার এসব কোম্পানির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।