মিরপুরে সিরিজের প্রথম টেস্টে রোমাঞ্চকর লড়াইয়ে অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়েছে বাংলাদেশ। ঠিক ১১ বছর আগে ফতুল্লার মাটিতে বাশার-রফিকদের হাতের মুঠো থেকে স্বপ্নের জয়টা বগলদাবা করে নিয়েছিল পন্টিংরা। বুধবার ৩০ আগস্ট মিরপুরের হোম অব গ্রাউন্ডে সেই ক্ষতে প্রলেপ দিলেন সাকিব-মুশফিকরা। অস্ট্রেলিয়ার মতো তাবড় দলকে নাকানি-চুবানি খাইয়ে জয়মাল্য গলায় পরলেন টাইগাররা।
উচ্ছ্বাসে ভাসছে বাংলাদেশ। আনন্দে হাসছে লক্ষ-কোটি ক্রিকেটপ্রেমী। ‘এ আমার বাংলাদেশ, এ আমার অহংকার।’
বোলিংয়ে ফিরেই অস্ট্রেলিয়ার প্রতিরোধ ভেঙেছেন মেহেদী হাসান মিরাজ। বিদায় করেছেন নাথান লায়নকে। সুইপ করার চেষ্টায় ধরা পড়েন সৌম্য সরকারের হাতে। এই ক্যাচও দ্বিতীয় প্রচেষ্টায় মুঠোয় জমান তিনি।
লায়ন ১২ রান করে ফিরে যাওয়ার সময় অস্ট্রেলিয়ার স্কোর ২২৮/৯। প্যাট কামিন্সের সঙ্গে ক্রিজে যোগ দিয়েছেন ১১ নম্বর ব্যাটসম্যান জশ হেইজেলউড। জয়ের জন্য এখনও ৩৭ রান চাই অতিথিদের।
আজ আর বুক ফুলিয়ে বলতে নেই কোনো মানা। বহু প্রতীক্ষার, বহু আশার ফল ঘরে তুলেছে লাল-সবুজের পতাকাবাহীরা। গড়েছে নতুন ইতিহাস। জুটেছে হাজারও বাহবা। হবে না কেনো, আজকের আগে ওজিদের বিপক্ষে চারটি টেস্ট খেলে, চারটিতেই হেরেছে বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়া বধের গল্প লিখল চণ্ডিকা হাথুরুসিংহের ছাত্ররা।
স্কোর :
বাংলাদেশ প্রথম ইনিংস: ৭৮.৫ ওভারে ২৬০ (তামিম ৭১, সৌম্য ৮, ইমরুল ০, সাব্বির ০, সাকিব ৮৪, মুশফিক ১৮, নাসির ২৩, মিরাজ ১৮, তাইজুল ৪, শফিউল ১৩, মুস্তাফিজ ০*; হ্যাজেলউড ০/৩৯, কামিন্স ৩/৬৩, লায়ন ৩/৭৯, অ্যাগার ৩/৪৬, ম্যাক্সওয়েল ১/১৫)
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৭৪.৫ ওভারে ২১৭ (ওয়ার্নার ৮, রেনশ ৪৫, খাজা ১, লায়ন ০, স্মিথ ৮, হ্যান্ডসকম্ব ৩৩, ওয়েড ৫, অ্যাগার ৪১*, কামিন্স ২৫, হ্যাজেলউড ৫; শফিউল ০/২১, মিরাজ ৩/৬২, সাকিব ৫/৬৮, তাইজুল ১/৩২, মোস্তাফিজ ০/১৩, নাসির ০/৩)
বাংলাদেশ ২য় ইনিংস: ৭৯.৩ ওভারে ২২১ (তামিম ৭৮, সৌম্য ১৫, তাইজুল ৪, ইমরুল ২, মুশফিক ৪১, সাকিব ৫, সাব্বির ২২, নাসির ০, মিরাজ ২৬, শফিউল ৯, মোস্তাফিজ ০; হ্যাজেলউড ০/৩, কামিন্স ১/৩৮, লায়ন ৬/৮২, ম্যাক্সওয়েল ০/২৪, অ্যাগার ২/৫৫, খাজা ০/১)
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: (লক্ষ্য ২৬৫, আগের দিন ১০৯/২) ৭০.৫ ওভারে ২৪৪ (ওয়ার্নার ১১২, রেনশ ৫, খাজা ১, স্মিথ ৩৭, হ্যান্ডসকম ১৫, ম্যাক্সওয়েল ১৪, ওয়েড ৪, অ্যাগার ২, কামিন্স ৩৩*, লায়ন ১২, হ্যাজেলউড ০; মিরাজ ২/৮০, নাসির ০/২, সাকিব ৫/৮৫, তাইজুল ৩/৬০, মোস্তাফিজ ০/৮)
ফলাফল : বাংলাদেশ ২০ রানে জয়ী
ম্যান অব দ্যা ম্যাচ : সাকিব আল হাসান
সিরিজ : ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।
আজকের বাজার: আরআর/এমএম ৩০ আগস্ট ২০১৭