আইটেম ও পার্টি সং-এর পর রোমান্টিক মেজাজে ধরা দিলেন শাকিব খান ও বিদ্যা সিনহা মিম। ‘আমি নেতা হবো’ সিনেমার নতুন গানে দুই তারকাকে এমনভাবে পাওয়া গেল।
‘আমি নেতা হবো’র তৃতীয় গান ‘আই অ্যাম ইন লাভ’। ভালোবাসা দিবসকে সামনে রেখে গানটি ইউটিউবে প্রকাশ হয়েছে শনিবার রাতে। শ্রোতারা বরণ করে নিয়েছেন ভালোবাসা দিয়েই।
‘আই অ্যাম ইন লাভ’-এর কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। আহমেদ হুমায়ূনের সুর-সংগীতে কণ্ঠ দিয়েছেন ভারতীয় শিল্পী শান ও মোনালী ঠাকুর। গানের দৃশ্যায়ন হয়েছে থাইল্যান্ডের মনোরম লোকেশনে।
সিনেমাটি পরিচালনা করেছেন উত্তম আকাশ। আরো অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, কাজী হায়াৎ প্রমুখ। প্রযোজনা করেছে শাপলা মিডিয়া।
১৬ ফেব্রুয়ারি দেশব্যাপী শতাধিক হলে মুক্তি পাবে ‘আমি নেতা হবো’।
আজকের বাজার: সালি / ১১ ফেব্রুয়ারি ২০১৮