অবিশ্বাস্য হলেও সত্য চ্যাম্পিয়নস লিগে রোমার কাছে ৩-০ গোলে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে বার্সা। এ নিয়ে টানা তৃতীয়বার চ্যাম্পিয়নস লিগের কোয়াটার ফাইনাাল থেকে বিদায় নেয় তারা।
তালিকার চতুর্থ স্থানে অবস্থান করা রোমার কাছে বার্সার এমন হার কোনভাবেই মেনে নিতে পারছেন না বার্সা ভক্তরা।
অবশ্য স্ট্যাডিও অলিম্পিকোর মাঠে বার্সা জয় পাওয়ার মতো ফুটবল খেলেওনি। শুরুতে তারা কিছুটা বল দখলে এগিয়ে থাকলেও পরে রোমার সঙ্গে আর পেরে ওঠেনি। তিন গোলের জয় তুলে নেয়। দুই লেগ মিলে ব্যবধান ৪-৪ হলেও অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে সেমিফাইনালে উঠে যায় রোমা।
চ্যাম্পিয়নস লিগে সাফল্য না পেলেও কাতালান ক্লাবটি লা লিগার শিরোপা পাওয়ার সম্ভাবনা খুবই উজ্জ্বল। কারণ, দ্বিতীয় স্থানে থাকা দলটির সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান অনেক।
আজকের বাজার/আরজেড