রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন দেশটির দক্ষিণাঞ্চলীয় রোস্তভ-অন-ডন নগরীতে মস্কোর বিশেষ সামরিক অভিযানের কমান্ড পোস্টে রাশিয়ার শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। প্রেসিডেন্টের প্রেস সার্ভিস বার্তা সংস্থা তাস’কে এ কথা বলেছে।
ক্রেমলিন জানায়, রাশিয়ার ‘রাষ্ট্রপ্রধান চিফ অফ দ্য জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ এবং বেশ কয়েকজন সামরিক কমান্ডের কাছ থেকে বিভিন্ন প্রতিবেদনের কথা শুনেছেন।’
পুতিন বারবার রোস্তভ-অন-ডোনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের কমান্ড পোস্ট পরিদর্শন করেন। বিশেষ করে তিনি এখানে একটি বৈঠক করেন এবং মার্চের মাঝামাঝি সময়ে যখন তিনি মারিউপোল পরিদর্শন করেছিলেন তখন তিনি সামরিক বাহিনীর প্রতিবেদন শুনেছিলেন। (বাসস ডেস্ক)