দুয়ারে কড়া নাড়ছে আসন্য ঈদ। পুরনো সময়গুলোকে পার করে এরই মধ্যে প্রকাশ পেল সঙ্গীত শিল্পী রোহান রাজের “কলিজাতে দাগ লেগেছে” শিরোনামে একটি মিউজিক ভিডিও।
রোহান রাজ দেশের সঙ্গীতাঙ্গনে দীর্ঘদিন ধরে কাজ করছেন। অনেক গান মুক্তি পেয়েছে। শ্রেণিভিত্তিক শ্রোতাপ্রিয় গানও রয়েছে। এরই ধারাবাহিকতায় প্রচারের আলোয় রয়েছে তার “কলিজাতে দাগ লেগেছে”।
গানটির কথা ও সুর জীবন দেওয়ান। সেই সঙ্গে শিল্পী কন্ঠের পরেও তিনি নিজেই এই গানের সঙ্গীত পরিচালনায় ছিলেন। মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন শুভ্র এবং মৌ।
গানটি প্রকাশ হয়েছে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিডি ভিশনের ব্যানারে। কোন প্রমোশন ছাড়াই এরই মধ্যে গানের ভিউয়ার দাড়িয়েছে ১ লক্ষ ২০ হাজার।
গান সম্পর্কে রোহান রাজ বলেন, অনেক ভালো ভালো ব্যানারে আমার গান রয়েছে তবে কখনোই কোন গানে প্রমোশন করা হয়নি কিন্তু “কলিজাতে দাগ লেগেছে” গানটি আমার শ্রোতা ভক্তরা খবু সহজেই গ্রহন করে নিয়েছেন। এই অর্জন আমার একার নয় এই অর্জন আমাকে যারা ভালোবাসে পাশে যারা রয়েছেন তাদের। আমার ভক্তদের উদ্যেশ করে শুধু এটাই বলতে চাই ‘লাভ ইউ অল’ সবাইকে এভাবে সব সময় পাশে চাই।
https://youtu.be/NdoYDupXDSE
আজকের বাজার/এমএইচ