মায়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের জনসংখ্যা,শরণার্থী ও অভিবাসনবিষয়ক ভারপ্রাপ্ত সহকারী মন্ত্রী সাইমন হেনশ।
৪ নভেম্বর শুক্রবার দুপুরে রাজধানীর গুলশানের আমেরিকান ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ মন্তব্য করে।
সাইমন হেনশ বলেন,মায়ানমারের রাখাইনের এই সমস্যা একটি জটিল ও মারাত্মক পরিস্থিতি তৈরি করেছে। ইতোমধ্যে সে দেশ থেকে ৬ লাখ মানুষ বাংলাদেশে পালিয়ে এসেছেন। বাংলাদেশ এই মানুষগুলোকে আশ্রয় দিয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র সামগ্রিকভাবে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করছে জানিয়ে তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের নির্দেশনা অনুযায়ী রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে আমরা এখানে এসেছি। আমরা রোহিঙ্গা ইস্যুতে সকল বিষয় নিয়ে গভীরভাবে পর্যালোচনা করছি।
আজকের বাজার:এলকে/এলকে ৪ নভেম্বর ২০১৭