রোহিঙ্গাদের আচরণে স্থানীয়রা বিরক্ত

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের আচরণে কক্সবাজারের স্থানীয়রা বিরক্ত এবং তাদের এ বিরক্তি যদি বিক্ষোভে পরিণত হয় তাহলে পরিস্থিতি জটিল হবে বলে সোমবার আশঙ্কা প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোহিঙ্গারা এখন বিভিন্ন অপরাধে যুক্ত হচ্ছেন জানিয়ে তিনি বলেন, স্থানীয় জনগণ তাদের আশ্রয় দিয়ে এখন তারাই সংখ্যালঘু হয়ে গেছেন।

সচিবালয়ে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) নবনির্বাচিত কমিটির সাথে মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

‘রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দেয়া হয়েছে। মানবিক কারণে আশ্রিত রোহিঙ্গাদের জোর করে ফেরত পাঠাতে পারি না,’ যোগ করেন তিনি।

হাছান মাহমুদ অভিযোগ করেন, কিছু এনজিও রোহিঙ্গাদের বাংলাদেশে থাকতে বিভিন্নভাবে প্ররোচনা দিচ্ছে। ‘এসব এনজিও বিভিন্ন তহবিল পেয়ে নিজেরা হৃষ্টপুষ্ট হচ্ছে।’

রোহিঙ্গারা দ্রুতই নিজ দেশে ফিরে যাবেন- এমন আশা প্রকাশ করে মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের মানবিক কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আশ্রয় দিয়েছেন। তবে দীর্ঘদিন থেকে যাওয়ার জন্য আশ্রয় দেয়া হয়নি।

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

আজকের বাজার/লুৎফর রহমান