মায়ানমার থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের শরণার্থীর মর্যাদা দেওয়ার কোনো চিন্তা-ভাবনা সরকারের আপাতত নেই বলে জানিয়েছেন আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
২৪ সেপ্টেম্বর রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কমিটির বৈঠক শেষে আমির হোসেন আমু সাংবাদিকদের এ তথ্য জানান।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পুলিশের আইজিপি শহীদুল হক, র্যাবের মহাপরিচাল বেনজির আহমেদের উপস্থিতে আমু বলেন, রোহিঙ্গাদের শরনার্থী হিসেবে দীর্ঘ সময় বাংলাদেশে থাকতে দেওয়ার কোনো ইচ্ছা সরকারের নেই। তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।
আমু বলেন, রোহিঙ্গাদের স্ট্যাটাস দেওয়ার ব্যাপারে আমাদের কোনো চিন্তা-ভাবনা আপাতত নেই। আমরা চাই রোহিঙ্গারা তাদের স্ব-স্থানে আবার ফিরে যাক। সেই ফিরে যাওয়ার জন্য তারা ওখান থেকে কয়জন আসল, এটার একটা তথ্য দরকার। এ জন্য রেজিস্ট্রেশন করা হচ্ছে।
মন্ত্রী জানান, কূটনৈতিক পর্যায়ে কাজ চলছে।
তিনি বলেন, রোহিঙ্গাদের সবধরনের সহায়তা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত প্রায় সাড়ে চার লাখ রোহিঙ্গা এসেছে বাংলাদেশে। তাদের জন্য সরকারিভাবে ইতোমধ্যে ১২টি আশ্রয় কেন্দ্র গড়ে তোলা হয়েছে। আরও কয়েকটি শিগগিরই তৈরি হবে।
মন্ত্রী এসময় জানান, এবার দেশে ৩০ হাজার ৬৭টি পূজামণ্ডপে দূর্গা পূজা হবে। পূজার নিরাপত্তায় যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে।
রোহিঙ্গারা যুগযুগ ধরে রাখাইন রাজ্যে বসবাস করলেও মিয়ানমার সরকারে তাদের নিজ দেশের নাগরিক মনে করে না। গত কয়েক দশক ধরেই বিভিন্ন সময়ে দেশটির সেনাবাহিনীর অভিযানের মুখে সেখান থেকে পালাতে বাধ্য হয়েছে রোহিঙ্গারা।
সর্বশেষ গত ২৫ আগস্ট থেকে মায়ানমারের রাখাইন রাজ্যে শুরু হওয়া সেনা অভিযানের মুখে সেখান থেকে প্রায় ৪ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।
আজকের বাজার: এলকে / এলকে ২৪ সেপ্টেম্বর ২০১৭