রোহিঙ্গাদের উপর বল প্রয়োগ বন্ধ করুন: নিরাপত্তা পরিষদ

মায়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর বলপ্রয়োগ বন্ধ করার আহবান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। স্থানীয় সময় সোমবার এক বিবৃতিতে এ আহবান জানানো হয়েছে।

মায়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর দমন অভিযান শুরুর পর গত ২৫ অগাস্ট থেকে সোয়া ৬ লাখ রোহিঙ্গা মুসলমান পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

নিরাপত্তা পরিষদের সভাপতি ইতালির স্থায়ী প্রতিনিধি সিবাসতিয়ানো কার্ডি পরিষদের পক্ষ থেকে বিবৃতিটি পড়ে শোনান।

রাখাইন রাজ্যে নতুন করে সহিংসতার ফলে ছয়লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আসতে বাধ্য হওয়ায় তীব্র সমালোচনা করা হয়েছে। এদের ফিরিয়ে নেওয়ার আহ্বান উঠে এসেছে বিবৃতিতে।

বিবৃতিতে মায়ানমার পরিস্থিতি জানাতে একজন বিশেষ উপদেষ্টা নিয়োগের জন্য নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের প্রতি আহবান জানানো হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে মহাসচিবের কাছে বিস্তারিত প্রতিবেদন পেশ করবেন ওই উপদেষ্টা।

রাখাইনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে জাতিসংঘের সংস্থাগুলোকে সহযোগিতা করার আহবান জানানো হয়েছে মায়ানমার সরকারের প্রতি।

আজকের বাজার:এলকে/এলকে ৭ নভেম্বর ২০১৭