মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর কঠোর দমন-পীড়ন এবং নির্যাতনের ঘটনাগুলো মানবতা বিরোধী অপরাধ হয়ে থাকতে পারে বলে মন্তব্য করেছে জাতিসংঘের নারী ও শিশু মানবাধিকার বিষয়ক কমিটি।
৪ অক্টোবর বুধবার নারী ও শিশুদের বিরুদ্ধে বৈষম্য নিরসনে জাতিসংঘের নিয়োজিত কমিটি এক বিবৃতিতে বলেছে, "রোহিঙ্গাদের বিরুদ্ধে যে ধরনের নির্যাতন চালানো হয়েছে তা মানবতা বিরোধী অপরাধের সমতুল্য। বিশেষ করে রোহিঙ্গা নারী ও শিশুদের হত্যা, ধর্ষণ এবং তাদেরকে জোরপূর্বক বের করে দেয়ার মতো তাদের বিরুদ্ধে যেসব মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে সে বিষয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।"
বিবৃতিতে আরো বলা হয়েছে, "এসব মানবাধিকার লঙ্ঘন মানবতা বিরোধী অপরাধের শামিল এবং মিয়ানমারের সেনাবাহিনী সহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর মাধ্যমে রোহিঙ্গাদের বিরুদ্ধে যেভাবে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে তা বন্ধে মিয়ানমার সরকার ব্যর্থ হওয়ায় আমরা গভীর উদ্বেগ জানাচ্ছি।"
২০১৬ সালের অক্টোবর থেকে্ রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সরকারের প্রত্যক্ষ মদদে দেশটির সেনাবাহিনী হত্যা ও নির্যাতন চালিয়ে আসছে। গত আগস্ট থেকে এ নির্যাতনের মাত্রা চরম আকার ধারণ করেছে।
সূত্র : পার্সটুডে
আজকের বাজার : এমএম / ৫ অক্টোবর ২০১৭