রোহিঙ্গাদের ওপর সহিংসতা বন্ধে সু চি’র প্রতি ইইউ’র আহবান

epa04380503 Outgoing Italian Foreign Minister and incoming EU Foreign Policy chief Federica Mogherini attends a hearing by European parliament foreign affairs in Brussels, Belgium, 02 September 2014. Leaders of the European Union's member states on 30 August 2014 appointed Italian Foreign Minister Federica Mogherini as new Foreign Policy chief. EPA/OLIVIER HOSLET

মায়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলমানদের ওপর সহিংসতা বন্ধে অং সান সু চি’র প্রতি আহবান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

১৮ অক্টোবর বুধবার রাতে ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি এক ফোনালাপে সু চি’র প্রতি এ আহবান জানান।

ফোনালাপে রোহিঙ্গাদের বিরুদ্ধে ভয়াবহ দমন অভিযান বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার আহবান জানিয়েছেন মোগেরিনি।

এর আগে বিশ্বের বহু দেশ ও আন্তর্জাতিক সংস্থা মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে জাতিগত শুদ্ধি অভিযান বন্ধ করতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। জাতিসংঘের উপ মহাসচিব জেফরি ফেল্টম্যান মঙ্গলবার রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে দমন অভিযান বন্ধ করার জন্য দেশটির সরকারের প্রতি আহ্বান জানান।

রাখাইনে নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের কাছে মানবিক ত্রাণ পৌঁছে দিতে বাধা দেয়ায় মায়ানমার সরকারের তীব্র সমালোচনা করেন তিনি। ইচ্ছা থাকা সত্ত্বেও মায়ানমার সরকারের বাধার কারণে দেশটির রাখাইন প্রদেশের মুসলমানদের কাছে ত্রাণ পৌঁছে দিতে পারছে না বিশ্বের বহু দেশ।

ইরানসহ অনেক দেশ ও আন্তর্জাতিক সংস্থা শুধুমাত্র বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের কাছে ত্রাণ পৌঁছে দিতে সক্ষম হয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি এ পর্যন্ত তিন চালানে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গা মুসলমানদের জন্য ১৩০ টন সাহায্য পাঠিয়েছে।

সূত্র : পার্সটুডে

আজকের বাজার : এমএম / ১৯ অক্টোবর ২০১৭