রোহিঙ্গাদের গণকবর গুঁড়িয়ে দিচ্ছে মায়ানমার সরকার

মায়ানমার সরকার রাখাইনের রোহিঙ্গাদের গণকবরগুলো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিচ্ছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা দি আরাকান প্রজেক্ট। সংস্থাটি সোমবার দ্য গার্ডিয়াকে এ তথ্য জানিয়েছে।

মানবাধিকার সংস্থাটির দাবি, রোহিঙ্গা গণহত্যার প্রমাণ নষ্ট করতেই আলামত স্থায়ীভাবে ধ্বংস করা হচ্ছে। মায়ানমার সরকারের এ তৎপরতার ভিডিও প্রকাশ করেছে আরাকান প্রজেক্ট।

সম্প্রতি রাখাইনের স্থানীয় বৌদ্ধ ও সেনাসদস্যদের হাতে রোহিঙ্গা গণহত্যা ও গণকবরের প্রমাণ প্রকাশ করে বার্তা সংস্থা এপি ও রয়টার্স। এরপর নতুন করে নিরপেক্ষ তদন্তের দাবি তোলে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। যদিও শুরু থেকেই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে মায়ানমার।

আরএম/